আজকের আলোচিত ছবি: ১৬ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার রচিত ‘এগিয়ে যাও বাংলাদেশ’ বইটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে আগামী প্রকাশনী। আজ দুপুরে রাজধানীর গুলশানে বইটি আনুষ্ঠানিকভাবে বইটির লেখক নবনির্বাচিত রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাহাবুদ্দিনের কাছে হস্তান্তর করা হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সেরা রপ্তানিকারকের পুরস্কার পেয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের পাঁচ প্রতিষ্ঠান। প্রাণ ডেইরির পক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বাণিজ্যমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। ছবি: মাহবুব আলম
-
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেছেন, নিউ সুপার মার্কেটসহ রাজধানীতে ৯টি অতি ঝুঁকিপূর্ণ, ১৪টি মাঝারি ঝুঁকিপূর্ণ এবং ৩৫টি ঝুঁকিপূর্ণ মার্কেট রয়েছে। আজ দুপুর ১টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৫০ ব্যবসায়ীকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন ঢাকা জেলা প্রশাসন। রোববার (১৬ এপ্রিল) ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ব্যবসায়ীদের ২০ হাজার টাকা অনুদান দেন। ছবি: জাগো নিউজ
-
উত্তর আফ্রিকার দেশ সুদানের সেনাবাহিনী ও শক্তিশালী আধাসামরিক বাহিনীর মধ্যে তুমুল লড়াইয়ে অন্তত ২৭ জন নিহত ও ২০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে জাতিসংঘের তিন কর্মীও রয়েছেন বলে জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ছবি: সংগৃহীত