আজকের আলোচিত ছবি: ১৪ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ সকাল ৬টা ১৫ মিনিটে রমনা বটমূলে ছায়ানটের শিল্পীদের এক অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয় নতুন বছরকে। সকাল ৮টা ২৫ মিনিটে অনুষ্ঠান শেষ হয় জাতীয় সংগীতের মাধ্যমে। ছবি: জাগো নিউজ
-
মঙ্গল শোভাযাত্রা ঘিরে যে আতঙ্ক ছিল, তার প্রতিবাদে মানুষ এতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ সকালে মঙ্গল শোভাযাত্রা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ছবি: মাহবুব আলম
-
মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। ছবি: মাহবুব আলম
-
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, যারা মঙ্গল শোভাযাত্রার মতো উল্লেখযোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করতে চায়, এ সরকারের অবস্থান এ ধরনের চক্রান্তের সম্পূর্ণ বিরুদ্ধে। আজ সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে মঙ্গল শোভাযাত্রার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ছবি: নাজমুল হোসেন বাপ্পি
-
দক্ষিণ কলকাতার একটি জুতার রঙ তৈরির কারখানায় লাগা ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে মোহাম্মদ জসিম ও মোহাম্মদ আমির নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। সম্পর্কে তারা বাবা-ছেলে। ছবি: সংগৃহীত