আজকের আলোচিত ছবি: ১১ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে রাজধানীর শেরে ই বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থবছরের ১২তম একনেক সভা অনুষ্ঠিত হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহুরা। আজ সকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তার হাতে এ নিয়োগপত্র তুলে দেন। ছবি: জাগো নিউজ
-
বিজিবি মহাপরিচালকের (ডিজি) সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শনকালে এ শুভেচ্ছা বিনিময় হয়। ছবি: সায়ীদ আলমগীর
-
জাটকা বিক্রির অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ীতে ৭ প্রতিষ্ঠানকে ১৮ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে ২ হাজার ৬১৭ কেজি ইলিশ মাছও। মঙ্গলবার (১১ এপ্রিল) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বিষয়টি জানান। ছবি: তৌহিদুজ্জামান তন্ময়
-
জাতীয় নির্বাচন সামনে রেখে জনমতকে স্তব্ধ করতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার করে দেশের মানুষকে সরকার প্রতিহত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ দুপুরে রাজধানীর হোটেল লেকশোরে অনুষ্ঠিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকায় শিভেলুচ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। আজ সকালের দিকে দেখা যায়, সেখানে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। রাশিয়ান অ্যাকাডেমি অব সায়েন্সেস জিওফিজিক্যাল সার্ভে এ তথ্য জানিয়েছে। ছবি: সংগৃহীত