আজকের আলোচিত ছবি: ১০ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর উড়ালসড়কগুলোর খুঁটিতে দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। আজ মগবাজার উড়াল সড়কের খুঁটিতে এ দৃষ্টিনন্দন গ্রাফিতি আর্ট কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম। ছবি: মুসা আহমেদ
-
প্রতিবেশী দেশ ভারতের চেয়ে বাংলাদেশের সংবাদমাধ্যম অনেক বেশি স্বাধীনতা উপভোগ করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ দুপুরে তথ্য মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। ছবি: ইসমাইল হোসেন রাসেল
-
বঙ্গবাজারে আগুনে পুড়ে যাওয়া মালামাল সরানোর কাজ এখনো চলছে। পুড়ে ছাই হয়ে গেছে অধিকাংশ কাপড়। মাঝে-মধ্যে ধ্বংসস্ত’পের জঞ্জাল থেকে বের হচ্ছে নানা রঙের আধপোড়া শাড়ি। ব্যবসায়ীরা বলছেন, ক্ষয়ক্ষতির আর অবশিষ্ট কিছু নেই। ছবি: রাসেল মাহমুদ
-
গরমে অতিষ্ঠ হয়ে রিকশায় বিশ্রাম নিচ্ছেন এ রিকশা চালক। ছবিটি রাজধানীর মালিবাগ এলাকা থেকে তোলা। ছবি: মাহবুব আলম
-
পাকিস্তানে শক্তিশালী বোমা বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন। আজ কোয়েটার শাহরাহ-ই-ইকবাল এলাকায় এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত