আজকের আলোচিত ছবি: ৫ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে আজ সকালে গণভবনে অর্থ বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মধ্যের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী পদ্মা সেতু নির্মাণের জন্য গৃহীত ঋণের প্রথম ও দ্বিতীয় কিস্তি চেক প্রদান অনুষ্ঠানে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম চেক তুলে দেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বিকেল ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
তিন জেলার ১৯ উপজেলায় ভয়েস মেসেজের মাধ্যমে বন্যার আগাম সতর্কবার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আজ রাজধানীর একটি হোটেলে ‘স্থানীয় পর্যায়ে বন্যার সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের বার্ষিক অগ্রগতি অবহিতকরণ বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য অস্থায়ী মার্কেট করে দেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। আজ দুপুরে বঙ্গবাজার পরিদর্শনে যান জিএম কাদের। এসময় তিনি ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
যানজটসহ দৈনন্দিন নানাবিধ ব্যস্ততার কারণে অনেক রোজাদারকে ইফতারের মুহূর্তে সড়কে কাটাতে হচ্ছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছে প্রাণ ড্রিংকিং ওয়াটার। ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে প্রাণ ড্রিংকিং ওয়াটার ও খেজুর। পহেলা রমজান থেকেই এ উদ্যোগ নেয় প্রাণ ড্রিংকিং ওয়াটার, যা চলবে শেষ রমজান পর্যন্ত। ছবি: জাগো নিউজ
-
পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদে ফিলিস্তিনি মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরের আগে এই হামলা চালানো হয়। সে সময় কমপক্ষে ৪০০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আটকের ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। ছবি: সংগৃহীত