আজকের আলোচিত ছবি: ৪ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ (৪ এপ্রিল) ভোরে রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর আগে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। ছবিতে দেখুন অগ্নিকাণ্ডের ভয়াবহ দৃশ্য। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বঙ্গবাজারে লাগা আগুন প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগে। দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ছবি: মাহবুব আলম
-
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাÐে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য, দোকান মালিক ও কর্মচারীসহ ১৮ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এবং চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ছবি: জাগো নিউজ
-
আজ পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ‘বিশেষ ট্রেন’ উদ্বোধন করা হয়েছে। ছবি: জাগো নিউজ
-
ভারতের সিকিমের নাথু লা মাউন্টেন পাস এলাকায় বড় তুষারধসের খবর পাওয়া গেছে। এ ঘটনায় বহু পর্যটক সেখানে আটকা পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে এরই মধ্যে উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, তুষারধসের সময় সেখানে অন্তত ১৫০ পর্যটক ছিল। ছবি: সংগৃহীত