আজকের আলোচিত ছবি: ৩ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ক্রমবর্ধমান সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ সম্পর্ক উদ্দেশ্যমূলক ও কৌশলগত অংশীদারত্বের দিকে আরও প্রসারিত হয়েছে। ফ্রান্স সবসময়ই বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার। আজ ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। ছবি: সংগৃহীত
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ গণভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. শারফুদ্দীন আহমেদ এর নেতৃত্বে সফল কিডনি স্থাপন করা শামীমা ও কিডনি দানকারী মৃত সারার মা শবনম সুলতানা সাক্ষাত করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
আগামী অর্থবছরে (২০২৩-২৪) দেশে ৬৮ লাখ ৪২ হাজার ৫০০ টন রাসায়নিক সারের প্রয়োজন হবে জানিয়ে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেন, এ বছর সারের দাম বাড়ানো হবে না। আজ সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির সভা শেষে কৃষিমন্ত্রী এ কথা জানান। এ সময় শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। ছবি: জাগো নিউজ
-
দিনাজপুরের খানসামা উপজেলায় ভিডব্লিউবি (ভিজিডি) তালিকা প্রণয়নে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করার প্রতিবাদে ইউএনও রাশিদা আক্তারের অপসারণ দাবিতে মানববন্ধন করেছেন ইউপি সদস্যরা ও এলাকাবাসী। আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা ইউপি সদস্য ঐক্য ফোরাম ও এলাকাবাসীর আয়োজনে খানসামা ডাকবাংলোর সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্যপশ্চিমাঞ্চলে কয়েক দফা টর্নেডোর আঘাতে এখন পর্যন্ত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে এবং হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ছবি: সংগৃহীত