আজকের আলোচিত ছবি: ২ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ গণভবনে ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান’ বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
বিএনপির কর্মসূচি নিঃসন্দেহে রমজানের পবিত্রতা নষ্ট করেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন। আজ দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ সংবাদপত্র পরিষদ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
দেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আরবিট্রেশন বা সালিশ আইনের সংস্কার জরুরি বলে অভিমত ব্যক্ত করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আজ ডিসিসিআইতে ‘বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে আরবিট্রেশন আইনের প্রয়োজনীয় সংস্কার’ শীর্ষক সেমিনারে চেম্বার সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার এ কথা জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্বাধীনতা দিবসে একজন শিশুকে উদ্ধৃত করে দৈনিক প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোনো উন্নত দেশে ‘চাইল্ড এক্সপ্লয়টেশন’ বা শিশু নির্যাতন করে সংবাদ প্রচার করা হলে সেই সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিল করা হতো। আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রধান ক্যাথলিক ধর্মযাজক পোপ ফ্রান্সিস। আজ তিনি সেন্ট পিটার্স স্কোয়ারে এক জনসমাবেশের নেতৃত্ব দেবেন। এর আগে অসুস্থ হয়ে রোমের গেমেলি হাসপাতালে ভর্তি হন পোপ। শ্বাসযন্ত্রের সংক্রমণ নিয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন এই ক্যাথলিক ধর্মযাজক। পরবর্তীতে তার ব্রংকাইটিস শনাক্ত হয়। ছবি: সংগৃহীত