আজকের আলোচিত ছবি: ১ এপ্রিল ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আজ পাবনার সাঁথিয়ায় জেলা পরিষদ অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
আবহাওয়া অনুকূলে থাকায় জয়পুরহাটে উৎপাদন বেড়েছে সজনে ডাঁটার। জেলার প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারে প্রচুর পরিমাণে সজনে ডাঁটার দেখা মিলছে। প্রতিদিন জেলার বিভিন্ন অঞ্চলে যাচ্ছে সজনে ডাঁটা। ছবি: জাগো নিউজ
-
হিরো আলম বলেছেন, দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী রবিউল ইসলাম ওরফে আরাভ খানকে ধরতে গোয়েন্দা পুলিশকে সব ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবো। আজ বিকেল ৫টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ভিন্ন কৌশলে আগাম নির্বাচন করে আওয়ামী লীগ আবারও অবৈধভাবে রাষ্ট্রক্ষমতায় বসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভারতের চেন্নাইয়ের আর্ট অ্যাকাডেমির এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছে শিক্ষার্থীরা। আজ তামিলনাডু রাজ্য নারী কমিশনের সদস্যরা জানান, কলেজের ভেতরে শান্তিপূর্ণভাবে বিচারের জন্য বিক্ষোভ শুরু করে কলা অনুষদের ২০০ জন শিক্ষার্থী। ছবি: সংগৃহীত