আজকের আলোচিত ছবি: ৩০ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন। ভিয়েতনামের রাষ্ট্রদূত পাম ভিয়েত চিয়েন আজ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিদায়ী সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রমজান ও আসন্ন ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং অপরাধ দমনে জোরালো কার্যক্রম গ্রহণের জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আজ পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা দেন তিনি। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর মিরপুরের বেনারসি পল্লি। প্রায় সব দোকানই ক্রেতা শূন্য। অলস সময় পাড় করছেন দোকানীরা। তাদের কেউ কেউ মোবাইলে ভিডিও দেখছেন, আবার কেউ করছেন গল্প। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সেখানে অবস্থান করে দেখা গেলো, বলার মতো কোনো দোকানেই বেচাকেনা নেই। এই অবস্থায় হতাশা প্রকাশ করলেন ব্যবসায়ীরা। সাত রোজা চলে গেলেও বেচাকেনা শুরু হয়নি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রমজানে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রির অনুরোধ জানিয়ে মাইকিং করে প্রশংসায় ভাসছেন চুয়াডাঙ্গা পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফি। রমজানে ইফতারের আগে হ্যান্ড মাইক নিয়ে শহরের বড় বাজারসহ বিভিন্ন বাজারে ব্যবসায়ী ও ক্রেতাদের সতর্ক করেন তিনি। মাফি জেলা দোকান মালিক সমিতির প্রচার সম্পাদক। ছবি: হুসাইন মালিক
-
উড়িষ্যা সফরে যাওয়ার আগে গত ২১ মার্চ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধরনায় বসার ঘোষণা দিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এর কয়েকদিন পরেই গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গ সফরে আসেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেদিন তার সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যকালে মমতা জানান, দিল্লির বদলে কলকাতার ধর্মতলা রেড রোডে ধরনায় বসবেন তিনি। ছবি: সংগৃহীত