আজকের আলোচিত ছবি: ২৮ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নির্বাচনের সময় গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে বাধা দিলে দুই থেকে সাত বছর কারাদণ্ডে বিধান রেখে ‘প্রতিনিধিত্ব (সংশোধন) আইন, ২০২৩’ নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
আগামী ৪ এপ্রিল পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে রেল মন্ত্রণালয়। আজ দুপুরে এ তথ্য জানান রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম। ছবি: জাগো নিউজ
-
র্যাব হেফাজতে মারা যাওয়া সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ পৌর শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করে তারা। ছবি: জাগো নিউজ
-
বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। বাঁধে বড় আকারের ফাটল ধরেছে। ছবি: জাগো নিউজ
-
মৃত ছেলেকে সবার মাঝে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন মা-বাবা। আর সে ইচ্ছে থেকেই ছেলের সমাধির ওপর কিউআর কোড বসানোর অদ্ভুত সিদ্ধান্ত নেন তারা। ছবি: সংগৃহীত
-
মৃত ছেলেকে সবার মাঝে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন মা-বাবা। আর সে ইচ্ছে থেকেই ছেলের সমাধির ওপর কিউআর কোড বসানোর অদ্ভুত সিদ্ধান্ত নেন তারা। ছবি: সংগৃহীত