আজকের আলোচিত ছবি: ২১ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
একনেক চেয়ারপার্সন ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ সকালে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ২০২২-২৩ অর্থবছরের ১০ম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভা অনুষ্ঠিত হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
কৃত্রিম সংকট তৈরি করে চালের বাজার অস্থিতিশীল করলে তা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র রমজান মাসে চালের বাজার স্থিতিশীল রাখতে মিল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন মন্ত্রী। ছবি: জাগো নিউজ
-
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত রিতভা কাউক্কু রুনদি। আজ রাজধানীর গুলশানে উত্তর সিটির নগর ভবনে মেয়র মো. আতিকুল ইসলামের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা উত্তর সিটি এলাকায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদানের আগ্রহ ব্যক্ত করেন ফিনল্যান্ডের রাষ্ট্রদূত। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
৪ হাজার ৮৮৯ জন শিক্ষার্থীর হাতে উচ্চডিগ্রির সনদ তুলে দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। সোমবার (২০ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে সনদ তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তাদের মধ্যে ৩১ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক লাভ করেন। ছবি: জাগো নিউজ
-
বিএনপি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেল সাড়ে চারটার দিকে বরগুনার বেতাগী উপজেলার বড় মোকামিয়া এলাকায় একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ মন্তব্য করেন তিনি। ছবি: জাগো নিউজ
-
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদে একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতাসহ ১০ জন। সোমবার (২০ মার্চ) হামলার এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত