আজকের আলোচিত ছবি: ২০ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে টেকসই রপ্তানি প্রবৃদ্ধি নিশ্চিত এবং বাংলাদেশি পণ্যের জন্যে নতুন বৈশ্বিক বাজার অন্বেষণে একটি উপায় খুঁজে বের করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ তার সরকারি বাসভবন গণভবনে রপ্তানি বিষয়ক ১১তম বৈঠকে এ আহ্বান জানান। ছবি: ইয়াসিন কবির জয়
-
র্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন বলেছেন, র্যাবে কর্মরত অবস্থায় যারা শহীদ হয়েছেন বা সাধারণ মানুষ যারা র্যাবের সহায়তা চাইতে যাবেন তাদের সঙ্গে অবশ্যই ক্যাম্প কমান্ডার কথা বলবেন। আজ এলিট ফোর্স র্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষে র্যাব মহাপরিচালকের দরবার অনুষ্ঠিত হয়েছে। ছবি: জাগো নিউজ
-
দ্বৈত নাগরিকত্ব এবং স্পেন গমনেচ্ছুদের পুলিশ ক্লিয়ারেন্সের ফি অনলাইনে আদায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সঙ্গে একটি চুক্তি করেছে সোনালী ব্যাংক। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সই করেন ব্যাংকের পক্ষে জেনারেল ম্যানেজার মো. মনিরুজ্জামান এবং সুরক্ষা সেবা বিভাগের পক্ষে যুগ্মসচিব দিলসাদ বেগম। ছবি: জাগো নিউজ
-
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়। এতে আরএফএল গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের শীর্ষস্থানীয় ২৩০ জন পরিবেশক অংশ নেন। ছবি: জাগো নিউজ
-
টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় বসা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো পৌঁছেছেন। স্থানীয় সময় আজ ক্রেমলিন সফরে গেলেন তিনি। ছবি: সংগৃহীত