আজকের আলোচিত ছবি: ১৪ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়ার নেতৃত্বে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
বাংলাদেশের বৃহত্তম দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী এবং বাণিজ্য বিনিয়োগের জন্য চীনকে গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রতিমন্ত্রীর সঙ্গে ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের দ্বিপাক্ষিক বৈঠককালে তিনি এ কথা বলেন। আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। ছবি: জাগো নিউজ
-
বিএনপির ভেতরে-বাইরে কোথাও গণতন্ত্রের চর্চা নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। আজ সকালে রাজধানীর হোটেল শেরাটনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত রাজনৈতিক দলের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দেশের ইলিশ সম্পদের উন্নয়নে জাটকা রক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও জাটকা আহরণে জেলেদের নিরুৎসাহিত করতে প্রতি বছর জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন করা হয়। সেই ধারাবাহিকতায় এবারও আগামী ৩১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৩’ ঘোষণা করা হয়েছে। আজ সকালে রাজধানীর মৎস্য ভবনে মৎস্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত জাতীয় টাস্কফোর্স কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ছবি: জাগো নিউজ
-
রুদ্ধশ্বাস এক লড়াইয়ে শেষ ওভারে ১৬ রানে ইংল্যান্ডকে হারালো বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্বচ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে বাংলাওয়াশ করেই ছাড়লো সাকিব বাহিনী। ছবি: সংগৃহীত
-
প্রতি বছরের মতো এবারও রমজান মাসের আগেই কয়েকশ পণ্যের দাম কমালো কাতার। ২০২১ সালে দেশটি প্রায় ৬৫০ পণ্যের দাম কমিয়েছিল, ২০২২ সালে কমিয়েছিল আট শতাধিক পণ্যের। এবার সেই সংখ্যা বেড়ে নয়শ ছাড়িয়েছে। ছবি: সংগৃহীত