আজকের আলোচিত ছবি: ১১ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় জনসভায় বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
ময়মনসিংহে প্রধানমন্ত্রীর জনসভায় ট্রেনে করে হাজার হাজার নেতাকর্মী যোগ দিচ্ছেন। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত গফরগাঁও থেকে সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেলের নেতৃত্বে বলাকা ট্রেনে আসেন নেতাকর্মীরা। অপরদিকে নান্দাইলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের নেতৃত্বে ট্রেনে করে আসেন কয়েক হাজার নেতাকর্মী। ছবি: মঞ্জুরুল ইসলাম
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাহাড়-সমতলে আমূল পরিবর্তন হয়েছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পলাতক নেতা তারেক রহমানের দেশের পরিবর্তন সহ্য হচ্ছে না। খালেদা জিয়ার অন্তর জ্বলে যাচ্ছে আর মির্জা ফখরুল বকবক করছেন। আজ দুপুরে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। ছবি: মুজিবুর রহমান ভুইয়া
-
ভোট চুরির সাথে জড়িতদের তালিকা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘যারা আওয়ামী লীগের সঙ্গে থেকে বিভিন্ন নির্বাচনে ভোট চুরির সাথে জড়িত তাদের তালিকা করা হচ্ছে।’ আজ বেলা ১১টার দিকে চট্টগ্রাম মহানগরীর কাজির দেউরি নুর আহম্মেদ সড়কে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: ইকবাল হোসেন
-
ইন্দোনেশিয়ার মেরাপি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আজ শুরু হওয়া এই উগ্ন্যুৎপাতের ফলে সেখান থেকে গরম ধোঁয়া বেরে হচ্ছে, যা এরই মধ্যে সাত কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছেছে। খবর রয়টার্সের। ছবি: সংগৃহীত