আজকের আলোচিত ছবি: ৯ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭টি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ বিতরণ করেছেন। আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। ছবি- সংগৃহিত
-
পরিবারে নারীর ক্ষমতায়ন, নারীর অর্থনৈতিক মুক্তি, বয়স্ক শিক্ষা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ, পরিত্যক্ত জমিতে ফসল উৎপাদন, ফসলের রোগবালাই দমন, বসতবাড়িতে পরিকল্পিত সবজি চাষে সহায়তা করতে ছুটছেন ২০ নারী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে কাজ করে চলেছেন তারা। সবাই অ্যাডরা বাংলাদেশের কমিউনিটি এমপাওয়ারমেন্ট প্রজেক্টের অধীনে কর্মরত নারী কর্মী। নারীদের সচ্ছলতা ফিরিয়ে আনতে দিনরাত পরিশ্রম করেন তারা। ছবি- জাগো নিউজ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগের নামে কলা ভবনে পরীক্ষার হলের নামকরণ করা হয়েছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কলাভবনের পঞ্চম তলায় ‘লীলা নাগ পরীক্ষার হল’ র নামফলক উন্মোচন করেন। এসময় কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ছবি- জাগো নিউজ
-
রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি স্যানিটেশন ট্রেড ফেয়ার-২০২৩ এর উদ্বোধন করা হয়েছে। গুলশান-২ এর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে দুই দিনব্যাপী ঢাকা উত্তর সিটি স্যানিটেশন ট্রেড ফেয়ার-২০২৩ শুরু হয়। এটি সবার জন্য উন্মুক্ত। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ফেয়ার চলবে। আজ সকালে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। ছবি- সংগৃহিত
-
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি শিক্ষা সফরের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বাস লাফিয়ে পড়ে আত্মরক্ষা করেন। আগুনে বাসের ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। বাস থেকে লাফিয়ে পড়ার সময় অন্তত ১০ জন আহত হন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।