আজকের আলোচিত ছবি: ৮ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানীর গুলিস্তানের ভবনে বিস্ফোরণের কারণ জানতে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি বলেন, ভবনটি এখন ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে। এখানে মূল দায়িত্ব পালন করছে ফায়ার সার্ভিস। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর গুলিস্তানের বিস্ফোরণ স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিটের প্রধান মেজর মশিউর রহমান। আজ দুপুরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে পেয়েছি ভবনের বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে। ছবি: জাগো নিউজ
-
শাবনূরের বয়স মাত্র বাইশ। কৈশোর পেরোনোর আগেই দেখেছেন সন্তানের মুখ। সাত বছর আগে হারিয়েছেন স্বামীকে। কখনো খেয়ে, কখনো না খেয়ে জীবনযুদ্ধে লড়াই করে চলেছেন তিনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের অলিগলি থেকে পরিত্যক্ত প্লাস্টিক ও লৌহদ্রব্য কুড়িয়ে ভাঙারির দোকানে বিক্রি করে যে আয় হয় তা দিয়েই চলছে সংসার। ছবি: নাসিম উদ্দিন
-
বরিশালের কীর্তনখোলার শাখা নদীতে ৪০ বছর ধরে খেয়া পারাপার করে সংসার চালাচ্ছেন মরিয়ম বেগম (৫৭) নামে এক নারী। বাবার অভাবের সংসারে পেটের দায়ে কৈশোর বয়সেই নৌকার বৈঠা হাতে নিতে হয় তাকে। বিয়ের পর স্বামীও ঠিকমতো ভরণপোষণ না দেওয়ায় নৌকার বৈঠা তার হাত থেকে নামেনি। ছবি: শাওন খান
-
পশ্চিম তীরের জেনিন শহরে একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে কমপক্ষে ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী ও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের এ সংখ্যা প্রকাশ করেছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, নিহত ব্যক্তিরা সবাই ফিলিস্তিনি বন্দুকধারী। এর মধ্যে হুওয়ারা গ্রামের কাছে এক ইহুদি বসতিতে দুই ভাইকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন হামাস সদস্যও আছেন। ছবি: সংগৃহীত