আজকের আলোচিত ছবি: ৬ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ সকালে কাতার ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে ফাউন্ডেশনের কো-ফাউন্ডার এবং চেয়ারপারসন শেখা মোজা বিনতে নাসে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা নাশকতা কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
দেশে নারীর অগ্রযাত্রায় শিক্ষাব্যবস্থা বা শিক্ষা মন্ত্রণালয় বাধা বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আজ দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আওয়ামী লীগ সবসময়ই গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশকে খাদের কিনারে নিয়ে গেছে। আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
পাকিস্তাানে একটি আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ৯ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে ওই হামলার ঘটনা ঘটেছে। আজ স্থানীয় পুলিশের মুখপাত্র ইজাজ আহমেদ বলেন, বিস্ফোরণে বেলুচিস্তান কন্সটাবুলারির কমপক্ষে ৯ প্যারামিলিটারি সেনা নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত