আজকের আলোচিত ছবি: ৫ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি আজ কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টারে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
রাজধানীর সায়েন্সল্যাবের বিস্ফোরণের ঘটনায় কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের সময় শুধু ক্ষতিগ্রস্ত এলাকা নয় আশপাশের ভবনও কেঁপে ওঠে। আজ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সায়েন্সল্যাবের একটি ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবনে বিস্ফোরণের ঘটনাস্থলে এসেছে বাংলাদেশ সেনাবাহিনীর সিডিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিট। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লেগেছে। আগুনের ভয়াবহ লেলিহান শিখায় জ্বলছে একের পর এক ঘর। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা। রোববার (৫ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে বালুখালী রোহিঙ্গা বাজার মরা গাছতলা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘণ্টাখানেকের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী। ছবি: জাগো নিউজ
-
মালয়েশিয়ায় দেখা দিয়েছে মৌসুমি বন্যা। এতে এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাছাড়া বাস্তুচ্যুত হয়েছে ৪০ হাজারের বেশি। দেশটির কিছু অংশে এখনো চলছে উদ্ধার অভিযান। ছবি: সংগৃহীত