আজকের আলোচিত ছবি: ৪ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্বল্পোন্নত দেশগুলোর বিষয়ে ৫ম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-৩২৫) আজ সকাল ১১টা ১৫ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ছবি: ইয়াসিন কবির জয়
-
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা শহরে প্রতিদিন ছয় হাজার টন আবর্জনা তৈরি হয়। এ আবর্জনা সঠিক ব্যবস্থাপনা করা গেলে দৈনিক ৪০ থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব এনার্জি আয়োজিত ‘সাসটেইনেবল গ্রিন বিজনেস’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ক্ষমতাসীনরা দেশের সম্পদ পাচার করে অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, মধ্যবিত্ত গরিব হয়ে গেছে। আজ রাজধানীর যাত্রাবাড়ী ডেমরা রোডে নবী টাওয়ারের সামনে আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে এক সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
দিনাজপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী তাবলিগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে। আজ দুপুর ১২টা ৩ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ১৪ মিনিটে মোনাজাত শেষ হয়। বাংলাদেশসহ মুসলিম জাহানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করে মোনাজাত শেষ করা হয়। ছবি: এমদাদুল হক মিলন
-
ফিলিপাইনে বাড়িতে ঢুকে বন্দুক হামলায় গভর্নরসহ ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কেন্দ্রীয় নেগ্রোস ওরিয়েন্টাল প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানায়, সন্দেহভাজন ছয়জন বন্দুকধারী একই ধরনের পোশাক পরে পামপ্লোনা শহরে গভর্নরের বাড়িতে প্রবেশ করে এবং এলোপাতাড়ি গুলি চালায়। এ হামলায় গভর্নর রোয়েল দেগামো ও আরও পাঁচজন নিহত হন। গভর্নরের স্ত্রীও বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি: সংগৃহীত