আজকের আলোচিত ছবি: ৩ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাজধানী ঢাকাকে একটি সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এনার্জি ইনস্টিটিউটকে গবেষণার আহ্বান জানিয়েছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম। আজ সকালে বাংলাদেশ সাসটেইনেবল এনার্জি উইক-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও মিসেস ভার্মা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আজ তারা এ শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: জাগো নিউজ
-
বিগত ১২ বছরের গুম-খুন ও দুর্নীতির মামলা হলে আওয়ামী লীগের কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এসব মামলায় আওয়ামী লীগ নেতাদের জেলেও যেতে হবে। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এই এ কথা বলেন তিনি। খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এই কর্মসূচি হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় আব্দুল গণি (৫০) নামে এক ভূমি কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে। আজ বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ছবি: নাসিম উদ্দিন
-
ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো ধরনের মতৈক্য ছাড়াই শেষ হলো জি- ২০ জোটভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। ভারতে অনুষ্ঠিত এ সম্মেলনে বিনাশর্তে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের সম্মিলিত বিবৃতিতে সই করতে অস্বীকৃতি জানায় রাশিয়া ও চীন। ফলে এ বিষয়ে কোনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি। ছবি: সংগৃহীত