আজকের আলোচিত ছবি: ২ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ উন্নয়নশীল দেশে উন্নীত হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশকে এগিয়ে নিতে আমরা শুধু পরিকল্পনাই করছি না, সেটা বাস্তবায়নও করছি। আজ ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’, ‘এনএসটি ফেলোশিপ’ ও ‘বিশেষ গবেষণা অনুদান’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
ভারতের চেয়ে বাংলাদেশে বিদ্যুতের দাম এখনও কম বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন চার শিক্ষার্থী। আজ দুপুর দেড়টার দিকে গ্রিনরোডে এই সংঘর্ষ হয়। সংঘর্ষ চলার সময় সায়েন্স ল্যাবরেটরিসহ আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে এক ঘণ্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
কুষ্টিয়ায় পৌর মেয়রের কার্যালয়ের সামনে থেকে দরপত্র ছিনতাইয়ের ঘটনায় করা দুটি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ বেলা ১১টা থেকে কর্মসূচি হলে শহরের প্রধান সড়ক এনএস রোড প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ থাকে। ছবি: জাগো নিউজ
-
তুরস্কে চলতি শতাব্দীর ভয়াবহতম ভূমিকম্পের তিন সপ্তাহেরও বেশি সময় পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে একটি কুকুরকে। দেশটির হাতায় প্রদেশের আন্তাকিয়া জেলায় একটি ভবনের ধ্বংসস্তূূপ থেকে তাকে বের করে আনেন উদ্ধারকারীরা। ছবি: সংগৃহীত