আজকের আলোচিত ছবি: ১ মার্চ ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে বীমার অর্থের দাবিদারদের ব্যাপারে বীমা কোম্পানিগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বীমা দিবস-২০২৩’-এর উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
জানুয়ারি মাসের ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতেও নির্বাহী আদেশে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়েছে সরকার। এটি খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। আজ রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বিদ্যুৎ খাতে দুর্নীতির ফলে যে ব্যয় বেড়েছে, সেই ঘাটতি মেটাতে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আন্তর্জাতিক মানের ‘বঙ্গবন্ধু ক্যানসার সেন্টার’ চালু করা হবে। এই সেন্টারের কার্যক্রম হবে ক্যানসার রোগীদের চিকিৎসা নিশ্চিত ও ক্যানসার প্রতিরোধে গবেষণা করা। আজ সকালে এ কথা জানিয়েছেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। বিপ্লব দিক্ষিৎ
-
পেরুর পুনো শহরে এক খাবার সরবরাহকারী ব্যক্তির ব্যাগ থেকে আটশ বছরের পুরোনো একটি মমি উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত শনিবার অভিনব কায়দায় পুলিশের কাছে ধরা পড়েন ওই ব্যক্তি। ধরা পড়া ওই ব্যক্তি পুলিশকে জানান, এই মমিটি তার ‘আধ্যাত্মিক বান্ধবী এবং তার সঙ্গেই থাকে। তার বন্ধুদের দেখানোর জন্য ব্যাগে ভরেছিলেন।’ ছবি: সংগৃহীত