আজকের আলোচিত ছবি: ২৮ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে আজ দুপুরে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইন সদরের কামালপুরে রাষ্ট্রপতির পৈতৃক বাড়িতে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুশল বিনিময় করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
দ্বাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে আরও একবার নৌকায় ভোট চেয়ে হাওরের মানুষের ওয়াদা নিলেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি সবার ভোট প্রার্থনা করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
লিওনেল মেসি ও আর্জেন্টিনার ফুটবল বাংলাদেশের ঘরে ঘরে খুবই জনপ্রিয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সঙ্গে আজ সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো। এসময় শেখ হাসিনা এ কথা বলেন। ছবি: সংগৃহীত
-
চীন কখনও বাংলাদেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায়নি, ভবিষ্যতেও ঘামাতে চায় না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ দুপুরে সচিবালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
আজ অমর একুশের বইমেলার শেষ দিন। আজও মেলায় প্রবেশের জন্য গেটে দীর্ঘ লাইন দেখা গেছে। ছবি: মাহবুব আলম
-
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ক্রুবাহী রকেট পাঠানো স্থগিত করেছে স্পেসএক্স ও নাসা। একটি ত্রুটি শনাক্ত হওয়ায় একদম শেষ মুহূর্তে রকেটটি উৎক্ষেপণ বন্ধ করা হয়। ছবি: সংগৃহীত