আজকের আলোচিত ছবি: ২৭ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অনিয়ম রোধে কার্ডের মাধ্যমে ওএমএসের (খোলা বাজারে বিক্রি) চাল ও আটা বিক্রির নির্দেশ দিয়েছেন । আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। ছবি- সংগৃহিত
-
ঢাকার বনানীতে আর্জেন্টিনার দূতাবাস উদ্বোধন করা হয়েছে। আজ বিকেল ৪টায় বনানীতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সঙ্গে নিয়ে এ দূতাবাস উদ্বোধন করেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। ছবি- সংগৃহিত
-
কাতারে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দুটি ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাডমিন্টন দল। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি কাতারের আল-মামুরায় অবস্থিত ক্যামব্রিজ বয়েজ স্কুলের ইনডোরে এ খেলা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও কাতারের জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৩ এর আয়োজন করে বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি ও কাতার। ছবি- জাগো নিউজ
-
‘বেকার জীবন অসহ্য। নিজের পায়ে দাঁড়াতে না পারলে কোনো মূল্যই থাকবে না। তাই পড়ালেখা শেষ করে কিছু একটা করার ইচ্ছা থেকেই স্ট্রবেরি চাষের সিদ্ধান্ত নিই। আমার আশা স্ট্রবেরির চারা ও স্ট্রবেরি বিক্রি করেই একদিন স্বাবলম্বী হবো।’ এভাবেই নিজের স্বপ্নের কথা জানান জাব্বির হোসেন। ২০১৫ সালে তিনি সরকারি আজিজুল হক কলেজ থেকে স্নাতকোত্তর পাস করেন। লেখাপড়া শেষে অনেক চেষ্টা করেও চাকরি না পেয়ে কৃষিকাজ করার সিদ্ধান্ত নেন। আর তাতেই সফলতা ধরা দেয় হাতে। জাব্বির হোসেনের বাড়ি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামে। জাব্বির এরইমধ্যে এলাকায় ‘স্ট্রবেরি জাব্বির’ নামে পরিচিতি পেয়েছেন। ছবি- জাগো নিউজ
-
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।আজ বিকেলে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে পৌঁছান তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন। ছবি- জাগো নিউজ