আজকের আলোচিত ছবি: ২৬ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে ‘বঙ্গবন্ধু ভালোবাসার অপর নাম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন। বইটি লিখেছেন সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা প্রয়াত দুরন্ত বিপ্লব। ছবি: ইয়াসিন কবির জয়
-
ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট কারচুপির কোনো সুযোগ নেই। বিগত ১০ মাসে এ ধরনের কোনো বস্তুনিষ্ঠ অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। আজ সকালে পাবনার ঈশ্বরদীতে এক কর্মশালায় তিনি এসব কথা জানান। ছবি: জাগো নিউজ
-
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, উন্নত দেশ গড়তে শিক্ষার্থীদের চিন্তা-চেতনায় স্মার্ট হতে হবে। স্মার্ট দেশের সব কিছু হবে স্মার্ট। আজ দুপুরে জেলার নিয়ামতপুর সরকারি কলেজ প্রাঙ্গণে একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: আব্বাস আলী
-
রাজধানী ঢাকার কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আজ বিকেলে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ইউক্রেনে অস্ত্র সরবরাহ করায় জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অন্তত ১০ হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছেন। ছবি: সংগৃহীত