আজকের আলোচিত ছবি: ২৫ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রæয়ারি পিলখানায় বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনা কর্মকর্তাদের ১৪তম শাহাদত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ছবি: সংগৃহীত
-
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তথ্যপ্রযুক্তিভিত্তিক আধুনিক শিক্ষার প্রসারে যুগোপযোগী পদক্ষেপ নিয়েছেন। আজ স্পিকারের সঙ্গে তার সংসদ ভবনস্থ কার্যালয়ে সাক্ষাৎ করতে আসেন রংপুরের পীরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতারা। এসময় তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বইমেলায় আসা শিল্প-সাহিত্যপ্রেমীদের অনেকেই চিত্রকর্মের ভক্ত। অনেকে প্রিয়জন-স্বজনের ছবি এঁকেও বাঁধিয়ে রাখতে চান। বইমেলায় চিত্রশিল্পীরা সেসব মানুষের আনন্দটা আরও বাড়িয়ে দিচ্ছেন। এতে শিল্পীদের আয়ও ভালো। ছবি: জাগো নিউজ
-
আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিট থেকে ভোটগ্রহণ শুরু হয়। দেশজুড়ে ১ লাখ ৭৬ হাজার ৬০০ কেন্দ্রে ভোটগ্রহণ চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। ছবি: সংগৃহীত