আজকের আলোচিত ছবি: ২৪ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
ভারতীয় সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী এখন বাংলাদেশে। সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। আর তাতে মুগ্ধ হয়েছেন তিনি। আজ রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৌরভ গাঙ্গুলী। এর আগে সকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
শেষ দিনগুলোতে আরও জমজমাট হয়ে উঠছে অমর একুশে বইমেলা। মাসব্যাপী এ মেলা ঘিরে সপ্তাহের প্রতি শুক্র ও শনিবার থাকছে ‘শিশু প্রহর’। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে তৈরি করা হয়েছে অস্থায়ী শিশু চত্বর। শুক্রবার ছুটির দিনে নেচে গেয়ে সিসিমপুর অনুষ্ঠান উদযাপন করেছে শিশুরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন সুখী ও সমৃদ্ধশালী জীবন এবং বাংলাদেশের জন্য ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন সংগঠনের পদবঞ্চিত নেতাকর্মীরা। আজ দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে বিক্ষোভ করেন তারা। ছবি: জাগো নিউজ
-
থেমে গেলো ফুটবলের কণ্ঠস্বর। ২৩ ফেব্রæয়ারি বৃহস্পতিবার না ফেরার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি ধারাভাষ্যকার জন মটসন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বৃহস্পতিবার মটসনের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, জন মটসন ওবিই তার ঘুমের মধ্যে শান্তিতে মারা গেছেন।’ ছবি: সংগৃহীত