আজকের আলোচিত ছবি: ২২ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ গণভবনে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস প্রকল্প’ বিষয়ক একটি উপস্থাপনা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, ‘খুব সুন্দর হয়েছে। যা যা চাচ্ছিলাম, তার সবকিছু এখানে আছে।’ ছবি: পিআইডি
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মুক্তিযুদ্ধকালীন ১১২টি প্রামাণিক তথ্য হস্তান্তর করা হয়। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য অধ্যাপক মো. হামিদুল হকের বাবা মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক সংসদ সদস্য মরহুম আবুল হোসেনের কাছে এসব তথ্য সংরক্ষিত ছিল। ছবি: সংগৃহীত
-
আজ তুরস্কের ক্ষতিগ্রস্ত ১০টি শহরে একটি অস্থায়ী মজুরি সহায়তা প্রকল্প চালু করা হয়েছে। এসব শহরে চাকরি থেকে ছাঁটাই প্রক্রিয়াও নিষিদ্ধ করা হয়েছে। ভূমিকম্পের আর্থিক প্রভাব থেকে কর্মী ও ব্যবসায়ীদের রক্ষা করার জন্য এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। ছবি: সংগৃহীত
-
মানবতার সেবায় এবার নিজ নামে করা ‘হিরো আলম ফাউন্ডেশন’ থেকে সাহায্য দেওয়া শুরু করেছেন হিরো আলম। সিলেটের বাদাগাট নিলগাঁওয়ের কুতুব উদ্দিনের পরিবারকে ঘর তৈরির জন্য নগদ অর্থ সহায়তা দিয়ে ফাউন্ডেশনের কার্যক্রম শুরু করেন। ছবি: সংগৃহীত
-
জঙ্গি সংগঠনগুলো সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার জন্য উপযুক্ত সময় হিসেবে জাতীয় নির্বাচনকে বেছে নেয় বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান। আজ দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ