আজকের আলোচিত ছবি: ২১ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। ২১ ফেব্রুয়ারি রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
পরে মন্ত্রিপরিষদের সদস্য ও সিনিয়র নেতাদের নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে শহীদ মিনারে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাশহীদদের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন রাজনৈকি দলের নেতারা। ছবি: জাগো নিউজ
-
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিদেশি এক নারী ভাষাশহীদদের ফুলে দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে মাদারীপুরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে পুলিশ নারী কল্যাণ (পুনাক) সমিতি মাদারীপুরের আয়োজনে পুনাক ভবনের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছবি: জাগো নিউজ
-
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোট একটি আঞ্চলিক যুদ্ধকে বিশ্বযুদ্ধে রূপান্তর করতে চায়। আজ চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছরপূর্তিতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার কথাও জানান। ছবি: সংগৃহীত