আজকের আলোচিত ছবি: ১৮ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
নতুন পাঠ্যক্রমের ওপর জঙ্গি হামলার মতো ঘটনা ঘটে গেছে। বইয়ে যা নেই তাও উপস্থাপন করা হচ্ছে। আজ দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেন্দ্রীয় খেলার মাঠে ‘চতুর্থ সমাবর্তন-২০২৩’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
অমর একুশে বইমেলায় খুদে পাঠকরা তাদের পছন্দের বই বাছাই করছে। ছবি: মাহবুব আলম
-
বইমেলায় আসতে পেরে ভীষণ আনন্দিত খুদে পাঠকরা। প্রিয় বই সংগ্রহ করে তারা সারা বছর পাঠ্য বইয়ের পাশাপাশি এই বই পড়ে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নওগাঁর মান্দায় নিভৃতপল্লীতে দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার মসিদপুর উচ্চ বিদ্যালয় চত্বরে দিনব্যাপী মসিদপুর শিক্ষা উন্নয়ন সমিতি ও পাঠাগারের আয়োজনে এ মেলা হয়। ছবি: আব্বাস আলী
-
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়াররম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ‘জেল ভরো আন্দোলনের ডাক দিয়েছেন। নিজ দলের একাধিক নেতা ও মিত্রদের প্রতি বর্তমান জোট সরকারের ‘নিপীড়নমূলক’ আচরণের প্রতিবাদস্বরূপ এ আন্দোলনের ঘোষণা দিয়েছেন তিনি। ছবি: সংগৃহীত