আজকের আলোচিত ছবি: ১৭ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময়েও দেশে সাম্প্রদায়িক শক্তি ছিল, এখনও আছে। আজ ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর পূজা উদযাপন কমিটি আয়োজিত ‘মহানগর পরিবার দিবস ২০২৩’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, গণমাধ্যম দেশকে এগিয়ে নেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। তবে নিজেদের কাটতি বাড়ানোর জন্য গণমাধ্যম অনেক সময় টুইস্ট করে। টুইস্ট করা বাদ দিয়ে সত্য কথা বললে দেশের অনেক উপকার হবে। আজ সিলেট নগরের জিন্দাবাজারে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
ছুটির দিনে আজ অমর একুশে বইমেলায় পাঠকের ঢল নেমেছে। বিভিন্ন শ্রেণির পাঠক-দর্শক মেলায় ছুটে এসেছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারে না, সেই নির্বাচনে বিএনপি যাবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত পদযাত্রা পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। ছবি: মাহবুব আলম
-
লিবিয়া উপকূলে ভূমধ্যসাগরে রাবারের নৌকা উলটে ডুবে যায় অনেক অভিবাসী। এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। জাতিসংঘের অভিবাসী বিষয়ক সংস্থা আইওএম এক বিবৃতিতে বুধবার জানিয়েছে, অন্তত ৭৩ জন অভিবাসী নিখোঁজ রয়েছেন এবং তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ছবি: সংগৃহীত