আজকের আলোচিত ছবি: ১৬ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে চট্টগ্রামের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের দরবারে দশম টাইগার্স পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ সব দলের অংশগ্রহণ চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এমনটি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ সকালে রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন। ছবি: জাগো নিউজ
-
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সরকারি দল না করলে চাকরি মেলে না, ব্যবসা করা যায় না। আজ দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন জিএম কাদের। ছবি: জাগো নিউজ
-
তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলটি জরুরি ওষুধ ও শুকনো খাদ্য পাঠিয়েছে। আজ দুপুর ৩টা ১৫ মিনিট ঢাকাস্থ তুরস্ক দূতাবাসে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চল। ঘূর্ণিঝড়ের প্রভাবে সেখানে বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে কিছু শহর। এমন পরিস্থিতিতে দেশটির সরকার আন্তর্জাতিক সহায়তার প্রস্তাব গ্রহণ করেছে। ছবি: সংগৃহীত