আজকের আলোচিত ছবি: ১৪ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
পরিবর্তিত বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মেলাতে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের জন্য নতুন নতুন পণ্য উৎপাদন ও বাজার খুঁজে বের করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ জাতীয় বস্ত্র দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় বস্ত্র দিবসের অনুষ্ঠানে যুক্ত হন। ছবি: ইয়াসিন কবির জয়
-
আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় বসন্ত বরণ উৎসব পালন করা হয়েছে। ছবি: মাহবুব আলম
-
বসন্তের প্রথম দিন ও ভালোবাসা দিবসের কারণে আজ রাজধানীর শাহবাগের ফুলের দোকানে উপচেপড়া ভিড় দেখা গেছে। বিপ্লব দিক্ষিৎ
-
বাসন্তী সাজে সেজেছেন এই তরুণী। সেই মুহূর্তের দৃশ্য ভালোবাসা দিবস ও বসন্তের উৎসবে ভীষণ উচ্ছ্বসিত তিনি। ছবি: মাহবুব আলম
-
তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পের ফলে ধ্বংসস্তূূপ থেকে এখনও ‘অলৌকিকভাবে’ বেঁচে ফেরার খবর পাওয়া যাচ্ছে। ভয়াবহ ভূমিকম্পের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও উদ্ধার কাজ শেষ হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে উদ্ধার কাজের সমাপ্তির ঘণ্টাধ্বনি বাজছে। ছবি: সংগৃহীত