আজকের আলোচিত ছবি: ১৩ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে বাংলাদেশ কোস্ট গার্ডের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
দেশে নিপাহ ভাইরাস এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। আজ সচিবালয়ে স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
ফাগুনের সাজে আজ বইমেলায় এসেছেন বইপ্রেমীরা। আগামীকাল ফাল্গুন মাস শুরু। তাই আজই সাবার এমন ফাগুন সাজ। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন করা হবে দিনটি। তাই প্রিয়জনকে ভালোবাসা জানানোর জন্য সবাই রাজধানীর শাহবাগের ফুলের দোকানে ফুল কিনতে এসেছেন। তাই সকাল থেকে দোকানগুলোতে উপচেপড়া ভিড় দেখা গেছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ভূমিকম্প আঘাত হানার ১৭৮ ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছে শিশুটি। আজ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদিয়ামানে ভূমিকম্পের ১৭৮ ঘণ্টা পর একটি ছোট্ট মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত