আজকের আলোচিত ছবি: ১২ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে ‘বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী’-এর ৪৩তম জাতীয় সমাবেশে বক্তব্য রাখেন। ছবি: ফোকাস বাংলা নিউজ
-
রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। গণমাধ্যমকর্মীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি শুধু একটি বাক্যই বলেন, ‘সবই সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছা।’ এর আগে রোববার (১২ ফেব্রæয়ারি) সকালে নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন তিনি। ছবি: জাগো নিউজ
-
নির্দিষ্ট হারে করে দেওয়া সাপেক্ষে পুঁজিবাজারে বিনিয়োগ করা অর্থের উৎস সম্পর্কে কোনো প্রশ্ন না তোলার বিধান ফের চালু করার প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। আজ দুপুর আড়াইটায় আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে ২০২৩-২৪ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় সংগঠনগুলো একাধিক প্রস্তাব তুলে ধরে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ধীরে ধীরে জমে উঠেছে অমর একুশে বইমেলা। আজ পাঠক-দর্শনার্থীরদের উপচেপড়া দেখা গেছে। রাজধানীর বাইরের বিভিন্ন জেলা থেকে মেলা ছুটে এসেছেন বইপ্রেমীরা। ছবি: মাহবুব আলম
-
ভয়াবহ ভূমিকম্পের ছয়দিন পর তুরস্কের হাতায় থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তিনি ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের মধ্যে ১৪৯ ঘণ্টা আটকা ছিলেন। ঘটনার চার-পাঁচদিন পরও দুই দেশেই বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত