আজকের আলোচিত ছবি: ১১ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
অমর একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে করা হয়েছে অস্থায়ী শিশুচত্বর। শুক্র ও শনিবার, ছুটির দিনে এখানে দেখানো হয় সিসিমপুর। টিভিতে দেখা অনুষ্ঠানটি মেলায় এসে দেখে বেশ উপভোগ করে শিশুরা। পছন্দের চরিত্র টুকটুকি, হালুম, ইকরি আর শিকুদের সঙ্গে নেচে-গেয়ে সময় পার করে তারা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
ফলে বইমেলায় সিসিমপুরে বাড়ছে শিশুদের আগ্রহ। একুশে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের গেটের প্রবেশ মুখে শিশুচত্বর। আজ বেলা সাড়ে ১১টায় সেখানে গিয়ে দেখা যায়, সিসিমপুর উপভোগ করছে কয়েকশ শিশু। মূলত ছুটির দিনে বেলা সাড়ে ১১টায়, বিকেল সাড়ে ৩টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় আয়োজন করা হয় সিসিমপুর। ছবি: মাহবুব আলম
-
‘যাত্রী’ নিয়ে সিএনজিচালিত থ্রি-হুইলার (অটোরিকশা) চালালেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। ভালুকায় রানার অটোমোবাইলস পিএলসি ম্যানুফ্যাকচারিং কারখানায় প্রাঙ্গণে থ্রি-হুইলার উৎপাদন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কিছু সময়ের জন্য চালকের আসনে বসেন সালমান এফ রহমান। ছবি: জাগো নিউজ
-
তুরস্কে উদ্ধারকাজ শুরু করেছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। ছবি: সংগৃহীত
-
এরইমধ্যে উদ্ধারকারী দল ১৭ বছরের এক তরুণীকে জীবিত উদ্ধার করেছে। এছাড়াও তিনজনের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশি উদ্ধারকারী দল। ছবি: সংগৃহীত