আজকের আলোচিত ছবি: ০৯ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে কত রকম গুরুত্বপূর্ণ ঘটনা। সেসব গুরুত্বপূর্ণ ঘটনার ছবি দিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ রেলওয়ের তিনটি প্রকল্পের আওতায় আজ নবনির্মিত ৬৯ দশমিক ২০ কিলোমিটার রেলপথের রূপপুর (ঈশ্বরদী), শশীদল (কুমিল্লা) ও জয়দেবপুর (গাজীপুর) স্টেশন থেকে যুগপৎভাবে ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: পিআইডি
-
আজ দুপুরে মালিবাগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি: জাগো নিউজ
-
আগারগাঁও, উত্তরা, পল্লবী স্টেশনের পর আরও দুটি স্টেশন খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ১৮ ফেব্রুয়ারি উত্তরা সেন্টার স্টেশন ও ১ মার্চ মিরপুর ১০ নম্বর স্টেশন খুলে দেওয়া হবে। ছবি: ফাইল ছবি, জাগো নিউজ
-
আন্তর্জাতিক কলকাতা বইমেলায় পা রাখার পর যতটুকু সময় ছিলেন, এভাবেই কেটেছে এই প্রজন্মের জনপ্রিয় বাংলাদেশি কবি, লেখক ও ঔপন্যাসিক সাদাত হোসাইনের সময়। বাংলাদেশের পাশাপাশি কলকাতায়ও লেখক হিসেবে তিনি বেশ জনপ্রিয়। ছবি: ধৃমল দত্ত
-
ভূমিকম্পের তিনদিন পর প্রথম ত্রাণ সহায়তা পৌঁছলো সিরিয়ার উত্তর-পশ্চিম অঞ্চলে। আজ বাব আল-হাওয়া সীমান্ত ক্রসিং পেরিয়ে বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলটিতে জাতিসংঘের ত্রাণবাহী একটি গাড়িবহর পৌঁছেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ছবি: সংগৃহীত