আজকের আলোচিত ছবি: ০৪ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বাংলাদেশ আর ভারতের সম্পর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে তৈরি করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পর্কটা অন্যরকম উচ্চতায় চলে গেছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ দুপুরে বাগেরহাটের মোংলা বন্দর জেটিতে গঙ্গা বিলাস জাহাজের পর্যটকদের স্বাগত ও অভ্যর্থনা জানানোর সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। ছবি: আবু হোসাইন সুমন
-
গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আগামী ১১ ফেব্রæয়ারি দেশের সব ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
টাঙ্গাইলের যমুনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। ছবি: আরিফ উর রহমান টগর
-
চলছে অমর একুশে বইমেলা। বইপ্রেমীরা তাদের পছন্দের বই খুঁজছেন। ছবি: মাহবুব আলম
-
পুরস্কারপ্রাপ্ত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি কারাগারে অনশন কর্মসূচি পালনের দুই দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার তাকে তেহরানের আলোচিত এভিন কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। ছবি: সংগৃহীত