আজকের আলোচিত ছবি: ০৩ ফেব্রুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
আজ অমর একুশে বইমেলার তৃতীয় দিন। দিনের চেয়ে সন্ধ্যার দিকে মেলায় পাঠক-দর্শনার্থীদের সংখ্যা বেড়েছে। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
পাঠ্যবই নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে কোচিং ব্যবসায়ী ও নোটবুকের প্রকাশকরাও জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। আজ বইমেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচনের পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: মাহবুব আলম
-
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বাচ্চাদের হাতে মোবাইল ফোন না দিয়ে বই তুলে দিন। বাচ্চাদের বই পড়ান। এখন অভিভাবকরা দেখি বাচ্চাদের খাওয়ার সময় মোবাইল হাতে দিয়ে খাওয়ান। আজ বিকেল সাড়ে ৩টায় অমর একুশে বইমেলায় সিসিমপুরের শিশুপ্রহরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন এসব কথা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দুর্নীতি-লুটপাট করতেই সরকার পাতাল মেট্রোরেল প্রকল্প করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। ছবি: জাগো নিউজ
-
যুক্তরাষ্ট্রের আকাশসীমায় সন্দেহভাজন চীনা নজরদারি বেলুন কয়েকদিন ধরে উড়ছে। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ছবি: সংগৃহীত