আজকের আলোচিত ছবি: ৩০ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শেখ হাসিনার সরকারকে আবারও জয়যুক্ত করার মাধ্যমে দেশের শান্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। আজ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এ আহ্বান জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চাচ্ছে জানিয়ে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘এর মূল্য এদেশে সিপিডিকে দিতে হবে।’ আজ সচিবালয়ে কৃষিপণ্য ও আলু রপ্তানির অগ্রগতিবিষয়ক সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। ছবি: জাগো নিউজ
-
গালফ এয়ারের পাইলট ক্যাপ্টেন মোহান্নাদ ইউসুফ আল হিন্দি ঢাকার একটি হাসপাতালে অবহেলা ও ভুল চিকিৎসায় মারা গেছেন বলে দাবি করেছেন তার বোন। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মোহান্নাদ ইউসুফ আল হিন্দির বোন তালা এলহেনডি এমনটি দাবি করেন। ছবি: মাহবুব আলম
-
রাজশাহীতে আওয়ামী লীগের সমাবেশ বিএনপির সমাবেশের চেয়ে ১২ থেকে ১৪ গুণ বড় ছিল বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। জাতীয় প্রেস ক্লাবের নব-নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বৈঠকের পর আজ সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ এ দাবি করেন। ছবি: জাগো নিউজ
-
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশওয়ারে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২০ জন। আজ পেশওয়ারের পুলিশ লাইন্স এলাকায় এ ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত