আজকের আলোচিত ছবি: ২৯ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
উন্নয়নের জয়যাত্রা অব্যাহত রেখে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে আবারও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকালে রাজশাহীতে মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
মিডিয়ার কারণে চাপে থাকেন উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মিডিয়ার কারণে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি হয়। মিডিয়া আমাদের জ্ঞান, মেধা ও দায়িত্ববোধকে জাগ্রত করে। আজ রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
দুই মেয়েকে জিম্মায় পেতে আইনি লড়াই করছেন বাবা-মা। শেষপর্যন্ত মায়ের কাছেই থাকছে এই দুই শিশু। আজ দুপুরে এ বিষয়ে রায় ঘোষণা করেন ঢাকার দ্বিতীয় অতিরিক্ত সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক দুরদানা রহমান। আদালত মনে করছেন, মায়ের জিম্মায় থাকলে শিশুদের মঙ্গল হবে। ছবি: মাহবুব আলম
-
চলতি বছর নিপাহ ভাইরাসে আটজন আক্রান্ত হয়েছেন জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এরমধ্যে মৃত্যু হয়েছে পাঁচজনের। আজ দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহি একটি বাস খাদে পড়ে অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। খাদে পড়ার পর বাসটিতে আগুন লেগে গেলে এ প্রাণহানীর ঘটনা ঘটে। আজ সকালে ৪৮ জন যাত্রী নিয়ে কোয়েটা থেকে করাচি যাওয়ার পথে বেলুচিস্তানের লাসবেলায় এ দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। ছবি: সংগৃহীত