আজকের আলোচিত ছবি: ২৮ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
বিএনপির পদযাত্রা কর্মসূচিকে মরণযাত্রা মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপির রাজনৈতিক মরণ হবে। আজ সকালে রাজধানীর উত্তরায় শীতবস্ত্র বিতরণ ও সমাবেশে এ কথা বলেন তিনি। ছবি: জাগো নিউজ
-
আজ দুপুর ২টায় রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনের সড়কে পদযাত্রা কর্মসূচি পদযাত্রায় অংশ নেয় বিএনপির নেতা-কর্মীরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম তা আজ ভূলুণ্ঠিত। আজ দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল বাংলাদেশের আধুনিক ক্রীড়ার রূপকার বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। শনিবার (২৮ জানুয়ারি) সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজ মাঠে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
প্রশিক্ষণ চলাকালীন ভারতের মধ্যপ্রদেশে দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। যুদ্ধবিমান দুটিতে মোট তিনজন পাইলট ছিলেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। খবর এনডিটিভির। শনিবার (২৮ জানুয়ারি) সুখোই সু-৩০ ও মিরাজ ২০০০ হাজার মডেলের যুদ্ধবিমান দুটি প্রশিক্ষণ চলাকালে বিধ্বস্ত হয়। ছবি: সংগৃহীত