আজকের আলোচিত ছবি: ২৭ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ সকালে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা বিশ্বের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সঙ্গে পড়াশোনা করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। আজ সকালে অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল ইউনিভার্সিটিতে বাংলাদেশ থেকে যাওয়া কৃষি বিষয়ে অধ্যয়নরত ২৫ জন পিএইচডি ফেলো ও বাংলাদেশি শিক্ষার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি বলেন এসব কথা। ছবি: মাহবুব আলম
-
বেতনস্কেল চালু ও শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বরিশালের সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতারা। আজ বেলা ১১টায় নগরীর ফকিরবাড়ি রোড শ্রমিক ফ্রন্ট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ হুঁশিয়ারি দেন তারা। ছবি: জাগো নিউজ
-
একদিন অভাবের তাড়নায় যে সুই-সুতো হাতে তুলে নিয়েছিলেন, সেগুলোই আজ তাকে এনে দিলো ভারতবর্ষের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান। বলা হচ্ছে প্রীতিকণা গোস্বামীর কথা। এ বছর পদ্মশী পুরস্কার পাওয়া ব্যক্তিদের মধ্যে তিনি একজন। ছবি: সংগৃহীত
-
থাইল্যান্ডে অনলাইন পোস্টে রাজতন্ত্রের অমর্যাদা করার অভিযোগে এক ব্যক্তির ২৮ বছর কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। আজ ওই ব্যক্তির আইনজীবী বিষয়টি নিশ্চিত করেন। ছবি: সংগৃহীত