আজকের আলোচিত ছবি: ১৯ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন ও কল্যাণমূলক কাজ পরিচালনায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিজস্ব তহবিল গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ’ এর স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন। ছবি: ইয়াসিন কবির জয়
-
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিমূলক কথা বলে। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছে। কিন্তু সেটা হয়নি। আজ দুপুর ১২টার দিকে মাদারীপুর উৎসব উপলক্ষে মাদারীপুর জেলা প্রশাসন ও সদর উপজেলা শাখার আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। ছবি: আয়শা সিদ্দিকা আকাশী
-
বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার বিচার শেষ হবে বলে প্রত্যাশা করছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আজ দুপুরে ‘ওয়ালটন বিএসআরএফ স্পোর্টস ফেস্টিভাল-২০২২’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ প্রত্যাশার কথা ব্যক্ত করেন। ছবি: জাগো নিউজ
-
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় পণ্যের পসরা সাজিয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল। দুটি প্যাভিলিয়নে ১২০টির মতো নতুন পণ্যসহ প্রায় ৬৪০০ পণ্য প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। এছাড়া মেলা উপলক্ষে রয়েছে ১০-৩৫ শতাংশ পর্যন্ত ছাড়। ছবি: জাগো নিউজ
-
আফগানিস্তানে শৈত্যপ্রবাহ ও প্রচণ্ড ঠান্ডায় গত সপ্তাহে কমপক্ষে ৭০ জন মারা গেছেন। একই সঙ্গে প্রতিকূল আবহাওয়ার প্রভাবে দেশটিতে প্রাণ হারিয়েছে প্রায় ৭০ হাজার গবাদিপশু। এর মধ্যে গত সপ্তাহে দেশটির ঘোর অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস। ছবি: সংগৃহীত