আজকের আলোচিত ছবি: ১৭ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দুই হাজার ২১০ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দেশের ২৫টি শহরে অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশনের ব্যবস্থা করবে সরকার। এই কাজ বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রকল্প অনুমোদন দেওয়া হয়। ছবি: ইয়াসিন কবির জয়
-
আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিবেদন অনুযায়ী এখন বাংলাদেশের অর্থনীতির আকার বিশ্বের ৩৫তম উল্লেখ করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য বিএনপির হাঁকডাক যে অন্তঃসারশূন্য সেটি আইএমএফ, বিশ্বসংস্থার রিপোর্ট বলে দিচ্ছে। আজ সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম জামিনে মুক্তি পেয়েছেন। আজ দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেল থেকে মুক্তি পান তিনি। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। পাশাপাশি চাকরিতে আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদে বঙ্গবন্ধুর নামে বঙ্গবন্ধু ল’ কমপ্লেক্স, বঙ্গবন্ধু চেয়ার, একটি ম্যুরাল স্থাপনের দাবি জানানো হয়। ছবি: মাহবুব আলম
-
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহের সোনালী কুটির গ্রামে ষাঁড় গরুর মই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় করে। ছবি: ফজলুল করিম ফরাজী
-
পশ্চিমবঙ্গ সরকারের সরকারি সদর দপ্তর নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ও ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী। এর আগে সোমবার বিকালে সৌরভ গাঙ্গুলী নবান্নে পৌঁছান। বৈঠকে প্রায় ২০ মিনিট ধরে কথা বলেন তারা। তবে কি বিষয়ে কথা হয়েছে তাদের মধ্যে তা জানা যায়নি। ছবি: সংগৃহীত