আজকের আলোচিত ছবি: ১৬ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
এবারের মিস ইউনিভার্স নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। বিশ্বের ৮৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্সের ৭১তম আসরে সেরার মুকুট জিতে নিলেন গ্যাব্রিয়েল। তিনি যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা। গ্যাব্রিয়েল মডেল হিসেবেও বেশ জনপ্রিয়। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনে বিজয়ীর নাম ঘোষণা করেছে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ। ঘোষণার পর আর’বনি গ্যাব্রিয়েলকে মুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্সের গতবারের বিজয়ী ভারতীয় মডেল, অভিনেত্রী হারনাজ সান্ধু। মুকুট পরিয়ে দেওয়ার সময় তুমুল করতালিতে নতুন মিস ইউনিভার্সকে অভিনন্দন জানান হলভর্তি দর্শক ও অন্যান্য প্রতিযোগীরা। ছবি- সংগৃহিত
-
আরও ৫০ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এসব মডেল মসজিদের উদ্বোধন করেন। এসময় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানসহ অন্যান্য কর্মকর্তারা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপস্থিত ছিলেন। ছবি- জাগো নিউজ
-
যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৫ জানুয়ারি দেশের সব মহানগর ও জেলায় সমাবেশ করবে দলটি। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ও মিছিল কর্মসূচি থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ছবি- জাগো নিউজ
-
টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলকে হারিয়ে হইচই ফেলে দিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। সেই জয় যে অঘটন ছিল না, সেটি বাংলাদেশের মেয়েরা দেখিয়ে দিলো পরের ম্যাচে শ্রীলঙ্কাকেও হারিয়ে। বেনোনিতে 'এ' গ্রুপের ম্যাচে আজ শ্রীলঙ্কাকে ৯ রানে হারিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের মেয়েরা। টানা দুই জয়ে বিশ্বকাপের সুপার সিক্স প্রায় নিশ্চিত হয়ে গেছে তাদের। ছবি- সংগৃহিত
-
র্যাবের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিগগির উঠবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ আশাবাদের কথা জানান। ছবি- জাগো নিউজ
-
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিনস অ্যাওয়ার্ড-২০২০ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রথমবারের মতো এ ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের ২৭ জন শিক্ষার্থী। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের ক্রেস্ট, সনদপত্র ও নগদ ১০ হাজার টাকা উপহার হিসেবে প্রদান করেন আমন্ত্রিত অতিথিরা। ছবি- জাগো নিউজ
-
জাভি হার্নান্দেজ কোচ হওয়ার পর প্রায় দেড়টি মৌসুম কেটে গেছে; কিন্তু এখনও পর্যন্ত কোনো শিরোপার নাগাল পায়নি বার্সেলোনা। অবশেষে সুপার এল ক্ল্যাসিকোয় রিয়াল মাদ্রিদকে হারিয়েই প্রথম শিরোপার দেখা পেলেন তিনি। রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। সে সঙ্গে মৌসুমের প্রথম শিরোপাও জিতে নিলো কাতালানরা। ছবি- সংগৃহিত