আজকের আলোচিত ছবি: ১৫ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য, দুনিয়া ও আখেরাতের শান্তি, দেশের কল্যাণ কামনায় আখেরি মোনাজাত হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষস্থানীয় বাংলাদেশের মাওলানা হাফেজ জুবায়ের। তিনি আরবি, উর্দু ও বাংলা ভাষায় মোনাজাত করেন। ছবি: মাহবুব আলম
-
আখেরি মোনাজাত শেষে মুসল্লিরা তাদের নিজ নিজ গন্তব্যে যাচ্ছে। পরিবহন সংকটের কারণে জীবনের ঝুঁকি নিয়ে তারা এভাবে ট্রেনে করে বাড়ি যাচ্ছেন। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৫০০ অসহায় ও হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেছেন ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। আজ বিকেলে উপজেলার রংপুর স্কুলে আলহাজ সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এ কম্বল বিতরণ করেন তিনি। ছবি: সোহান মাহমুদ
-
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বিনিরাইল গ্রামে প্রায় আড়াইশো বছরের ঐতিহ্যবাহী জামাই মেলা অনুষ্ঠিত হয়েছে আজ। মেলার প্রধান আকর্ষণই হচ্ছে দেশের বিভিন্ন জেলা থেকে নিয়ে আসা মাছ কিনতে জামাইদের প্রতিযোগিতা। এ মেলাকে মাছের মেলাও বলা হয়ে থাকে। ছবি: আমিনুল ইসলাম
-
নেপালে অভ্যন্তরীণ রুটে বিধ্বস্ত প্লেনে স্থানীয়দের পাশাপাশি ৬৭ জন মারা গেছেন। ছবি: সংগৃহীত