আজকের আলোচিত ছবি: ১৪ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
দুর্নীতি নিয়ে যারা কথা বলেন, তাদের অনেকে নিজেরাই দুর্নীতিগ্রস্ত। আজ সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ইয়াসিন কবির জয়
-
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নাট্যাচার্য সেলিম আল দীনের সমাধিতে শ্রদ্ধা নিবেদন মাধ্যমে তার ১৬তম প্রয়াণ দিবস উদযাপন শুরু হয়েছে। তিন দিনব্যাপী নাট্যোৎসবের পাশাপাশি সেমিনার, সংগীত পরিবেশনাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ। আজ বেলা সাড়ে ১১টার দিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে একটি স্মরণযাত্রা বের হয়। এরপর তারা সেলিম আল দীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। ছবি: মাহবুব সরদার
-
জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ জনুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত ১০ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। আজ নয়াপল্টনে বিএনপির যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের গৃহীত কর্মসূচির কথা জানান। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
নটরডেম কলেজের এইচএসসি-১৯৯২ ব্যাচের বন্ধুদের সংগঠন হোড (হিউম্যানিটারিয়ান অর্গানাইজেশন ফর ওল্ড অ্যান্ড ডিস্ট্রেসড) এর আয়োজনে ফরিদপুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকাল ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার মারকাজ মসজিদ ও মাদরাসা প্রাঙ্গণ, শহরের রাজবাড়ির রাস্তার মোড় বেদে পল্লিতে, কানাইপুরের করিমপুর এলাকায় এ কম্বল বিতরণ করা হয়। ছবি: এন কে বি নয়ন
-
লিথুয়ানিয়া ও লাটভিয়া সীমান্ত লাগোয়া একটি গ্যাস পাইপলাইনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে লাটভিয়া সীমান্তবর্তী পাসভ্যালিস অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, বিস্ফোরণের পর আশপাশের এলাকা আলোকিত হয়ে যায়। যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ছবি: সংগৃহীত