আজকের আলোচিত ছবি: ১৩ জানুয়ারি ২০২৩
দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আজকের আলোচিত ছবি।
-
শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা। ইজতেমায় অংশ নিতে বৃহস্পতিবার সকাল থেকেই টঙ্গীর তুরাগতীরে ছুটে আসেন লাখো মুসল্লি। আজ শুক্রবার জুমার দিনে সকাল থেকে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। জুমার নামাজ শেষে মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। ছবি: বিপ্লব দিক্ষিৎ
-
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নব-মনোনীত উপনেতা মতিয়া চৌধুরী এমপি। আজ বেলা ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ছবি: মাহবুব আলম
-
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, জামায়াতে ইসলামী ও হেফাজতের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতার প্রশ্ন তোলা অবান্তর। আজ সকালে রাজশাহী সার্কিট হাউজ প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ছবি: জাগো নিউজ
-
বাংলাদেশে শুভেচ্ছা সফরে এসেছে ভারতীয় কোস্ট গার্ডের দুইটি জাহাজ। আইসিজিএস সুরিয়া ও আইসিজিএস রাজভীর নামের এ জাহাজ দুটি সাত দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে। আজ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। ছবি: জাগো নিউজ
-
ভৈরবে নির্দিষ্ট কোনো ভাগাড় না থাকায় ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে খাল। মেঘনা নদীর সংযোগস্থল খালটি অতিগুরুত্বপূর্ণ হলেও দিন দিন সেটি ময়লার নিচে চাপা পড়ে যাচ্ছে। এছাড়া প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান শহর রক্ষা বাঁধ রোডের পাশে পৌরসভার ময়লা ফেলার কারণে বিশালাকার খালটি দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। ছবি: রাজীবুল হাসান
-
সৌদিতে হয়ে গেলো ‘কিং আব্দুল আজিজ ক্যামেলস ফেস্টিভ্যাল।’ এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ৩২টিরও বেশি উট। তবে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে ইরাকের উট। ছবি: সংগৃহীত